সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র খুব নিষ্পাপ নয়!

যুক্তরাষ্ট্র খুব নিষ্পাপ নয়!

যতটা মনে হতে পারে যুক্তরাষ্ট্র ততটা নিষ্পাপ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন কিনা ট্রাম্পকে এ সংক্রান্ত এক প্রশ্ন করেছিলেন টিভি চ্যানেল ফক্স নিউজের হোস্ট বিল ও’রেইলি। উত্তরে ট্রাম্প ‘কোনো ধারণা নেই’ বলে জানান। এরপর পুতিনকে একজন ‘খুনি’ উল্লেখ করে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেন তিনি। রুশ প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য নাকচ করে দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্র সম্পর্কে ওই মন্তব্য করেন। তার ভাষায়, ‘সারা বিশ্বেই প্রচুর সংখ্যক খুনি রয়েছে। আমাদের দেশেও প্রচুর খুনি রয়েছে। আপনি কেন মনে করছেন যে আমাদের দেশ (যুক্তরাষ্ট্র) খুব বেশি নিষ্পাপ?’ ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারটি স্থানীয় সময় রবিবার প্রচারিত হওয়ার কথা রয়েছে। এর বেশিরভাগ অংশ জুড়েই ছিল ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প কীভাবে দেখে থাকেন তা ঘিরে। পুতিনকে সম্মান করেন কিনা এমন এক প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই তাকে সম্মান করি। যাহোক, আমি প্রচুর লোককে সম্মান করি কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করব।’ এমন উত্তরে ও’রেইলিকে বিস্মিত মনে হলেও তিনি ট্রাম্পের কাছে ‘কেন’ জানতে চান। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) হচ্ছেন তার (রাশিয়া) দেশের নেতা। আমি বলব রাশিয়ার সঙ্গে সম্পর্ক না করার চেয়ে বরং করাটা অধিকতর ভালো। ইউএসএ টুডে

সর্বশেষ খবর