সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পরমাণু সমঝোতা বাতিল করা সহজ হবে না : রায়ান

পরমাণু সমঝোতা বাতিল করা সহজ হবে না : রায়ান

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এজন্য দেশটির সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তিকে ছিঁড়ে ফেলারও হুমকি দিয়েছেন। কিন্তু মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেছেন, এ সমঝোতা বাতিল করা সহজ হবে না। তিনি এনবিসি  টেলিভিশনের টকশো মিট দ্য প্রেসে বলেন, সাবেক প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের ব্যাপক প্রচেষ্টার ফলে যে সমঝোতা হয়েছে তা হুট করে বাতিল করে দেওয়া অসম্ভব।  টুথপেস্টের  একটা বড় অংশ এরই মধ্যে টিউব  থেকে বেরিয়ে গেছে।’  রায়ান আরও বলেন, ‘আমি কখনই এই সমঝোতাকে সমর্থন করিনি।’  এএফপি

সর্বশেষ খবর