শিরোনাম
সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
জি-৭ শীর্ষ সম্মেলন

ইতালি যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মে মাসে ইতালি যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গে গতকাল প্রথম টেলিফোনে কথা বলেন ট্রাম্প। তখনই সম্মেলনে যোগদানের ব্যাপারে নিজের সম্মতির কথা জানান তিনি। এছাড়া দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ন্যাটো প্রসঙ্গে কথা বলেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে গতকাল একথা জানায়। প্রেসিডেন্ট হিসেবে ইউরোপে এটাই হচ্ছে ট্রাম্পের প্রথম সফর।

ইতালির সিসিলি দ্বীপের তাওরমিনায় আগামী ২৬-২৭ মে ৪৩তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও ইতালি ছাড়া জোটের বাকি দেশগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও যুক্তরাজ্য। পিটিআই।

সর্বশেষ খবর