মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রানী দ্বিতীয় এলিজাবেথের ‘ব্যতিক্রমী’ রেকর্ড

রানী দ্বিতীয় এলিজাবেথের ‘ব্যতিক্রমী’ রেকর্ড

ঠিক ৬৫ বছর আগে ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি ব্রিটিশ সিংহাসনে বসেছিলেন তখনকার ২৫ বছর বয়সী রাজকন্যা দ্বিতীয় এলিজাবেথ। তাই গতকাল রানীর সিংহাসনে আসীনের ৬৫ বছর পূর্ণ হয়। এর মধ্য দিয়ে ব্রিটিশ রাজপরিবারে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে বসা একমাত্র ব্যক্তি হলেন তিনি। তাই ৬৫ বছর ধরে দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার দিনটি ‘সাফায়ার জুবিলি’ হিসেবে বেশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করছে ব্রিটেন। দিনটি উদযাপনের অংশ হিসেবে লন্ডনের গ্রিন পার্ক, টাওয়ার অব লন্ডন এবং দেশজুড়ে কয়েকটি স্থানে প্রথানুযায়ী গান স্যালুট দেওয়া হয়। সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টার আবের ঘণ্টাগুলো দুপুর ১টায় বেজে ওঠে। সেইসঙ্গে ব্রিটিশ ফটোগ্রাফার ডেভিড বেইলির ২০১৪ সালে তোলা রানীর একটি ছবিও পুনরায় ছাড়া হয়। ছবিটিতে রানীকে নীল অলঙ্কার পরিহিত অবস্থায় দেখা যায়। এ অলঙ্কার বিয়ের উপহার হিসেবে বাবা ষষ্ঠ জর্জ ১৯৪৭ সালে তাকে দিয়েছিলেন। তবে দিনটি উদযাপনে রানী কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম রাখেননি। বরং তিনি দিনটি ইস্টার্ন ইংল্যান্ডের স্যান্ডরিংহ্যামে কাটাবেন বলে বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র জানিয়েছেন। দিনটি উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এক বিবৃতিতে রানীকে অভিনন্দন জানিয়েছেন। সিএনএন।

সর্বশেষ খবর