মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সৌদি আরবে প্রথম নারী দিবস পালন

রক্ষণশীল সৌদি আরবে এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে নারী দিবস পালিত হয়েছে। দেশটির রাজধানী রিয়াদের কিং ফাহদ সংস্কৃতি কেন্দ্রে তিন দিনব্যাপী এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সৌদি রাজপরিবারের নারী সদস্যরাও এতে যোগ দেন। অনুষ্ঠানে নারীদের গাড়ি চালনার অধিকার দেওয়া এবং পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থা অবসানের আহ্বান জানানো নিয়ে তর্কবিতর্ক হয়। এ ছাড়া প্রিন্সেস আল-জাওহারা বিনতে ফাহদ আস-সৌদের আয়োজনে শিক্ষায় নারীর ভূমিকা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানও হয়। বিশ্বজুড়ে ৮ মার্চ নারী দিবস পালন হলেও সৌদি আরব নিজেদের মতো দিন ঠিক করে দিবসটি পালন করছে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর