মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতে ৫.৮ মাত্রার ভূমিকম্প

ভারতের পর্বতময় রাজ্য উত্তরাখণ্ডে গতকাল রাত ১০টা ৩৩ মিনিটে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে দেশটির রাজধানী দিল্লি ও এর পার্শ্ববর্তী গুরুগ্রাম, পাঞ্জাব এবং পূর্বাঞ্চলীয় ছত্তিশগড়, দেরাদুন, আগ্রাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে উত্তরাখণ্ডসহ পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহর থেকে লোকজন আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে ভূমিকম্পের প্রভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার স্পষ্ট চিত্র পাওয়া যায়নি। ভারতের আবহাওয়া বিভাগ এর কেন্দ্রস্থল রাজ্যের রুদ্রপ্রাইয়াগ অঞ্চলে বলে চিহ্নিত করেছে। আর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে কেন্দ্রস্থল ছিল রাজ্যের পিপালকোতির কাছাকাছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় জানান, তার দফতর উত্তরাখণ্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

সর্বশেষ খবর