বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কৈলাস সত্যার্থীর নোবেল শান্তি পদক চুরি

কলকাতা প্রতিনিধি

কৈলাস সত্যার্থীর নোবেল শান্তি পদক চুরি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর এবার ভারতীয় সমাজকর্মী কৈলাস সত্যার্থীর নোবেল পদক চুরি হয়েছে। সোমবার রাতের কোনো এক সময় তার দিল্লির ফ্ল্যাট থেকে পদকটি চুরি হয় বলে পুলিশ জানিয়েছে। তবে সেটি আসল পদক নয়। প্রটোকল অনুযায়ী  নোবেলের আসল পদক রাষ্ট্রপতি ভবনে রাখা হয়। তার কাছে থাকে রেপ্লিকা। কৈলাশ সত্যার্থীর শিশু অধিকারবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান ‘বাচপান বাঁচাও আন্দোলন’র এক কর্মকর্তাও চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। দিল্লি পুলিশ জানায়, নোবেল পুরস্কার যে বাক্সে রাখা ছিল তার লকারটি ভাঙা পাওয়া গেছে। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান ‘কৈলাস সত্যার্থীর অন্যান্য মূল্যবান জিনিসের সঙ্গে নোবেল পুরস্কারের রেপ্লিকাটিও চুরি গেছে। তার মেয়ের বিয়ের গহনাও খোয়া গেছে।  পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’ সত্যার্থী বর্তমানে ভারতে নেই।  ২০১৪ সালে পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান সমাজকর্মী কৈলাস সত্যার্থী।

সর্বশেষ খবর