বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তামিলনাড়ুর রাজনীতিতে অশান্তি

কলকাতা প্রতিনিধি

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে ফের কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। গত বছরের ৫ ডিসেম্বর রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার (আম্মা) মৃত্যুর পরই রাজ্যটিতে শাসকদল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর মধ্যে যে দলীয় কোন্দল শুরু হয়েছিল, তা আরও বড় আকার ধারণ করেছে। তামিলনাড়ুর রাজনীতিতে আম্মার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বলেই পরিচিত ছিলেন ও. পনিরসেলভম। আম্মার মৃত্যুর পরই মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন রাজ্যটির অর্থমন্ত্রী ও. পনিরসেলভম। কিন্তু এরই পাশাপাশি রাজ্যটির রাজনীতিতে উত্থান হয় আম্মারই আরেক ঘনিষ্ঠ শশীকলা নটরাজন। দলের সাধারণ সম্পাদকের পদে বসানো হয় শশীকলাকে। আর সেখান থেকেই শুরু হয় অশান্তি। দলের শীর্ষ পদে বসার কয়েক দিনের মধ্যেই পনিরসেলভমকে সরিয়ে মুখ্যমন্ত্রীর পদে শশীকলাকে বসানোর দাবি তোলেন মন্ত্রিসভারই একাধিক সদস্য ও বিধায়ক। শেষ পর্যন্ত গত রবিবারই দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন পনিরসেলভম এবং সেই পদে বসার সুযোগ করে দিতেই বিধায়ক দলের নেত্রী নির্বাচিত করা হয় শশীকলাকে।

সর্বশেষ খবর