শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিতর্কিত সেশন্সই যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

বিতর্কিত সেশন্সই যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জেফ সেশন্সই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী অ্যাটর্নি জেনারেল। ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়নগুলোর একটি সেশন্সের মনোনয়ন। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে গতকাল ভোটের মাধ্যমে আলাবামার বিতর্কিত এ সিনেটরের মনোনয়ন চূড়ান্ত করা হয়। ধারাবাহিক শুনানি শেষে গতকাল সিনেটে ৫২-৪৭ ভোটে সেশন্সের মনোনয়ন নিশ্চিত হয়। শুনানিতে ডেমোক্রেট দলীয় সিনেটররা নাগরিক অধিকার বিষয়ে জেফ সেশন্সের অতীত ইতিহাসের কড়া সমালোচনা করেন। তবে দলটির একজন সিনেটর তার পক্ষে ভোট দিয়েছেন। তিনি হলেন ওয়েস্ট ভার্জিনিয়ার জো মানচিন।  সেশন্সের বিরুদ্ধে অতীতে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ আছে। এ কারণে ১৯৮৬ সালে তার ফেডারেল বিচারক হতে পারেননি। সেইসঙ্গে নাগরিক অধিকার ইস্যুতে সেশন্সের অবস্থান নিয়ে বিতর্ক আছে। তাই অ্যাটর্নি জেনারেল পদে সেশন্সকে মনোনয়ন দেওয়ায় শুরু থেকেই ট্রাম্পের সমালোচনা করে আসছিলেন ডেমোক্রেটরা। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সিনেটরদের সবাই তার পক্ষেই ভোট দেন। বিবিসি

সর্বশেষ খবর