শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মা-বাবাকে অবহেলা করলে বেতন কাটা

বৃদ্ধ মা-বাবার যত্ন নেন না অনেকে। রাখেন না খোঁজও। এমন মানুষের সংখ্যা কম নয়। ভারতের আসাম রাজ্য সরকার একটি আইন প্রণয়ন করতে চলেছে, যাতে সরকারি কর্মচারীরা বাবা-মায়ের ঠিকমতো দেখাশোনা না করলে তাদের বেতন থেকে একটা অংশ কেটে নেওয়া হবে। আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বাজেট পেশ করতে গিয়ে এ কথা জানিয়েছেন, এই নতুন নিয়ম ২০১৭-১৮ অর্থবছরেই চালু হয়ে যাবে। তিনি আরও বলেন, বয়স্ক বাবা-মার যত্ন নেওয়া প্রত্যেক সন্তানের কর্তব্য। যদি কোনো সরকারি কর্মচারী তা না করেন সরকারই তার মাইনে কেটে নিয়ে

তার বাবা-মার ভরণ-পোষণের কাজেই ব্যয় করা হবে। ভারতের বিভিন্ন রাজ্যে ইদানীং অভিযোগ উঠেছে, যেখানে আর্থিক সংগতিসম্পন্ন হওয়া সত্ত্বেও ছেলেমেয়েরা অসুস্থ বাবা-মায়ের দিক থেকে নজর ফিরিয়ে নিয়েছেন। অনেক ক্ষেত্রে এমন বহু অসহায় বাবা-মা আদালতেরও শরণাপন্ন হয়েছেন। বিবিসি।

সর্বশেষ খবর