শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ

ফ্রান্সের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় গতকাল সকাল ১০টার দিকে সংঘটিত এ বিস্ফোরণে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। তবে বিস্ফোরণের ঘটনায় পরমাণু তেজস্ক্রিয়তাজনিত কোনো ধরনের ঝুঁকি নেই বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির সরকারি কর্মকর্তা অলিভিয়েখ মাখমিয়ঁ জানান, ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীেয় ফ্লামাঁভিল পরমাণু কেন্দ্রের একটি ইঞ্জিনকক্ষে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন থেকে তৈরি ধোঁয়ার কারণেই পাঁচ ব্যক্তি আহত হয়েছেন বলে জানান তিনি। এদিকে, ফ্রান্সের পরমাণু নিরাপত্তাবিষয়ক কর্তৃপক্ষ (এএসএন) জানায়, দুর্ঘটনার ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। ১৯৮০-এর দশকে ফ্লামাঁভিল বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়। এতে বর্তমানে দুটি রিঅ্যাক্টর রয়েছে যার প্রতিটি ১ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বিদ্যুৎ কেন্দ্রটিতে তৃতীয় একটি রিঅ্যাক্টর নির্মাণের কাজ চলছে। এএফপি।

সর্বশেষ খবর