শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাচবন্দী হচ্ছে আইফেল টাওয়ার

কাচবন্দী হচ্ছে আইফেল টাওয়ার

জঙ্গি হামলার আশঙ্কায় ইউরোপের অন্যতম দর্শনীয় স্থান আইফেল টাওয়ারের চারপাশে ২.৫ মিটার উঁচু একটি কাচের দেয়াল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গিদের ক্রমাগত আক্রমণের হুমকি, সেইসঙ্গে আইফেল টাওয়ারের রক্ষার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কড়া নিরাপত্তার বলয়ে এ টাওয়ারকে কাচবন্দী করা হবে। চলতি বছরের শেষের দিকে কাজ শুরু হবে। এতে ব্যয় হবে আনুমানিক ২ কোটি ইউরো। গতবছর ইউরো ফুটবল টুর্নামেন্টের সময়, ৩২৪ মিটার উঁচু এই লৌহ-স্থাপত্যের চতুর্দিকে লোহার বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এবার সেই স্থানই মুড়ে ফেলা হবে কাচের দেয়ালে। ২০১৫ সালের নভেম্বরে জিহাদি হামলায় ১৩০ জন নিহত হয়েছিল এই প্যারিসে। এর পর থেকেই জঙ্গি হামলার ঝুঁকির মধ্যে রয়েছে শহরটি। প্যারিস শহরের পর্যটন বিষয়ক সহকারী মেয়র জেন ফান্সয়েস মার্টিন বলেন, ব্যক্তি বা যানবাহনের আঘাত থেকে এ দর্শনীয় স্থানটিকে রক্ষার কথা খেয়াল রেখে কাচের প্রাচীরের নকশা করা হচ্ছে। বিবিসি।

সর্বশেষ খবর