শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘রুশ-মার্কিন পরমাণু চুক্তি নবায়ন নয়’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০১০ সালে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ‘পরমাণু হ্রাসকরণ’ চুক্তি তিনি নবায়ন করতে চান না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিছুদিন আগে ফোনালাপে বিষয়টির ইঙ্গিত দেন ট্রাম্প। কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, এটা আমেরিকার জন্য খারাপ চুক্তি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প গত ২৮ জানুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষিতে তাদের মধ্যে বহু প্রতীক্ষিত এ ফোনালাপ হয়। এ সময় প্রেসিডেন্ট  ট্রাম্প বলেন, পরমাণু কমানো সংক্রান্ত ‘স্টার্ট চুক্তি’ রাশিয়ার পক্ষে গেছে। ফোনালাপের বিষয়ে জানেন— এমন কয়েকজন মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ খবর দিয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ২০১০ সালে সই হওয়া ‘নিউ স্টার্ট’ চুক্তি অনুসারে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দুই  দেশ তাদের কৌশলগত পরমাণু ওয়ারহেড কমিয়ে ১,৫৫০-এ নামিয়ে আনবে বলে অঙ্গীকার করেছিল। কিন্তু ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরপরই চিত্র পাল্টে যায়, কারণ তিনি মার্কিন পরমাণু অস্ত্র বৃদ্ধির কথা জানিয়েছেন।

সর্বশেষ খবর