Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৫৬
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুটি শিশু ও তাদের মা রয়েছে।  বৃহস্পতিবার মধ্যরাতে ভূমিধসের এ ঘটনা ঘটে। এতে দ্বীপটির কিনতামানি এলাকার কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের ভারী বর্ষণে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বলে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন। ভূমিধসে নিহতদের মধ্যে দুটি পরিবারের সদস্যরা রয়েছেন। নিহত শিশু দুটির মধ্যে সাত বছর বয়সী একটি মেয়ে ও এক বছরের একটি ছেলে রয়েছে। এছাড়া পাঁচটি বাড়িও নষ্ট হয়েছে। ভূমিধসে চাপা পড়াদের খোঁজে অনুসন্ধান চলছে। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow