রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা

নতুন নির্বাহী আদেশের কথা ভাবছেন ট্রাম্প

নতুন নির্বাহী আদেশের কথা ভাবছেন ট্রাম্প

সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ ইতিমধ্যে অকার্যকর করে দিয়েছে দেশটির আপিল আদালত। এর ফলে বিচারব্যবস্থার কাছে ট্রাম্পের বড় ধরনের পরাজয় হয়েছে বলে বিশ্লেষকদের মত। তবে এ-সংক্রান্ত নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির কথা ভাবছেন ট্রাম্প। সোম বা মঙ্গলবারের মধ্যে তা জারি হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। শুক্রবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনের পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে এ আভাস দেন তিনি। নিম্ন আদালত কর্তৃক ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে দেওয়ার রায় আপিল আদালতও বহাল রাখে। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভেবেছিল। কিন্তু এই মুহূর্তে তা না করে এখন নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির কথাই ভাবছেন তারা। হোয়াইট হাউসও আলাদা এক বিবৃতিতে জানায়, ‘আমরা সক্রিয়ভাবেই পুরনো আদেশে পরিবর্তন অথবা নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছি, যেটি আমাদের দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখবে।’ ‘অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি আমরা সুপ্রিম কোর্টে না নিয়ে বিচারব্যবস্থায় আর কী কী বিকল্প রয়েছে তাও খতিয়ে দেখছি।’ এ লড়াইয়ে চূড়ান্তভাবে জয়লাভ করবেন বলেও বাগাড়ম্বর করেন ট্রাম্প।  উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সুদান, ইয়েমেন ও সোমালিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। বিবিসি।

সর্বশেষ খবর