Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:২৪
সংক্ষেপে

ফুটবল মাঠে ১৭ জনের মৃত্যু

উত্তর অ্যাঙ্গোলায় গত শুক্রবার ফুটবল মাঠে ভক্তদের হাঙ্গামায় ১৭ জন নিহত হয়েছেন বলে এএফপিকে জানিয়েছে অ্যাঙ্গোলা পুলিশ। এ ঘটনায় অন্তত ৫৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলেও জানিয়েছে অ্যাঙ্গোলা পুলিশ। শুক্রবার উইগ শহরে লিগ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল সান্তা রিটা এবং রিক্রিয়েটিভ লিবোলোর মধ্যে। এই ম্যাচে ভক্তদের ঢল দেখে পুলিশ স্টেডিয়ামের মূল ফটকে ব্যারিকেড দিয়েছিল।

ভূমিকম্পে নিহত ১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৫ ব্যক্তির প্রাণহানি হয়েছে। মিন্দানাও দ্বীপের সুরিগাও দেল নরতে প্রদেশে শুক্রবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে। তবে বিবিসিসহ কয়েকটি গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা ৪ বলে জানানো হয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন আরও প্রায় শতাধিক মানুষ। রিখটার স্কেলে ৬.৭ মাত্রার এ ভূমিকম্পে সেখানে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি।

এই পাতার আরো খবর
up-arrow