মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নাগরিকত্ব আইন শিথিলের পক্ষে সুইসদের ভোট

সুইজারল্যান্ডে বসবাসরত তৃতীয় প্রজন্মের অভিবাসীরা এখন থেকে সহজে দেশটির নাগরিকত্ব পাবেন। রবিবার অনুষ্ঠিত একটি গণভোটে বিদ্যমান নাগরিকত্ব আইন সংশোধনের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট পড়ে। ফলাফলে দেখা যায়, ৫৯ শতাংশ ভোটার প্রস্তাবটির পক্ষে ভোট দেন। প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়, সুইস পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে তৃতীয় প্রজন্মের অভিবাসীদের বিদ্যমান কয়েকটি ধাপ এড়ানো সম্ভব হবে। ফলে আগের চেয়ে সহজে তারা দেশটির নাগরিকত্ব পাবেন। উল্লেখ্য, এর আগে আরও তিনবার নাগরিকত্ব আইন সংশোধনের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রতিবারই এ প্রচেষ্টা ব্যর্থ হয়। এএফপি।

সর্বশেষ খবর