মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
রোহিঙ্গা নিপীড়ন

অবশেষে পুলিশের বিরুদ্ধে তদন্তে রাজি মিয়ানমার

রোহিঙ্গা মুসলিম নারীদের ওপর মিয়ানমারের পুলিশ যৌন নিপীড়ন চালিয়েছে কিনা তা নিয়ে তদন্তে নামতে যাচ্ছে দেশটির সরকার। মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিকে গতকাল এ কথা জানানো হয়। গত বছরের অক্টোবর মাসের ৯ তারিখে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সন্ত্রাসীদের সমন্বিত হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর তার দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। মিয়ানমার কর্তৃপক্ষের দাবি, রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছে তারা।  রোহিঙ্গা ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ ক্লিয়ারেন্স অপারেশন চালানোর সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা যৌন নিপীড়ন চালিয়েছে। চলতি মাসে জাতিসংঘের এক প্রতিবেদনেও রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও নারীদের সংঘবদ্ধভাবে নিপীড়নের বিষয়টি ওঠে আসে। রয়টার্স।

সর্বশেষ খবর