বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুখ্যমন্ত্রিত্ব নয়, শশীকলার জায়গা হচ্ছে জেলখানায়

মুখ্যমন্ত্রিত্ব নয়, শশীকলার জায়গা হচ্ছে জেলখানায়

ভারতের তামিলনাড়ু রাজ্যের আপাতত মুখ্যমন্ত্রী আর হতে পারছেন না শশীকলা। আয়বহির্ভূত সম্পত্তি রাখার মামলায় এবার শশীকলা ও তার পরিবারের অন্য সদস্যদের দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এমনকি দোষী সাব্যস্ত হওয়ায় আগামী ১০ বছর তিনি কোনো নির্বাচনে লড়াই করতে পারবেন না। রায়ের পর শশীকলা আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না। আদালত তাকে যত দ্রুত সম্ভব কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দণ্ডিতদের ১০ কোটি রুপি জরিমানাও করা হয়েছে। ১৯৯৬ সালে জয়ললিতার বিরুদ্ধে তৎকালীন জনতা দলের নেতা সুব্রহ্মণ্যম স্বামী মামলা করেন। অভিযোগে বলা হয়, ১৯৯১ থেকে ১৯৯৬ মুখ্যমন্ত্রী থাকাকালে জয়ললিতার হিসাববহির্ভূত সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৬৭ কোটি টাকা। পরে ২০১৪ সালে হিসাববহির্ভূত সম্পত্তি মামলায় জয়ললিতা, তার পালিত পুত্র সুধাকরণ, ঘনিষ্ঠ বান্ধবী শশীকলা এবং আত্মীয় ইলাবরসিকে চার বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। পরে কর্নাটক হাই কোর্ট তাদের বেকসুর খালাস দেন। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান সব্রহ্মণ্যম স্বামী। গতকাল বেঙ্গালুরু কোর্টের রায় বজায় রাখলেন সুপ্রিম কোর্ট। বিবিসি।

সর্বশেষ খবর