শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভাইপোকে পদে বসিয়ে জেলে শশীকলা

কলকাতা প্রতিনিধি

ভাইপোকে পদে বসিয়ে জেলে শশীকলা

ভাইপোকে দলের শীর্ষপদে বসিয়ে শেষ পর্যন্ত শশীকলাকে জেলে যেতে হয়েছে।    সুপ্রিম কোর্ট বাড়তি সময় না দেওয়ায় গতকাল তিনি চেন্নাই ছেড়ে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু গিয়ে আদালতের কাছে আত্মসমর্পণ করেছেন। সঙ্গে আত্মসমর্পণ করেন তার আত্মীয় সুধাকরণ ও ইলাবরসি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে শশীকলাকে অবিলম্বে বেঙ্গালুরু পুলিশে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। গতকাল শশীকলার পক্ষে সুপ্রিম কোর্টের কাছে কিছুটা সময় ভিক্ষার আবেদন জানান তার আইনজীবী। কিন্তু আদালত আবেদনটি মঞ্জুর করেনি। ছয় বছর আগে তার যে দুই ভাইপোকে এআইএডিএমকের সর্বময় কর্ত্রী জয়ললিতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে দল থেকে বের করে দিয়েছিলেন, শশীকলা গতকাল সেই টিটিভি দিনাকরণ ও এস ভেঙ্কটেশকে দলে ফেরত নেন। শুধু তাই নয়, দিনাকরণকে তিনি দলের উপসম্পাদকের পদও দিয়েছেন। শশীকলা নিজে দলের সাধারণ সম্পাদক। দিনাকরণ হলেন দলের দ্বিতীয় সর্বময় কর্তা।

সর্বশেষ খবর