শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

৬৪-তে ‘যমজ সন্তান’

স্পেনে ৬৪ বছর বয়সে এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কোনো রকম জটিলতা ছাড়াই যমজ সন্তানের জন্ম দেন তিনি। ঘটনাটি ঘটে দেশটির উত্তরাঞ্চলীয় বুরজসের একটি হাসপাতালে। যমজ নবজাতকের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। জন্মের পর তারা বেশ সুস্থ-সবল আছে এবং ওজনও ভালো। ছেলে শিশুটির ওজন ২.৪ কেজি (৫.৩ পাউন্ড) ও মেয়ে শিশুটির ২.২ কেজি (৪.৮ পাউন্ড)।

যমজ সন্তান জন্মদান প্রক্রিয়ার একটি ভিডিও ক্লিপও ছেড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। স্পেনে অবশ্য এত বেশি বয়সে সন্তান জন্মদানের ঘটনা এটাই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে দেশটিতে ষাটের বয়সী দুজন নারী সুস্থ সবল সন্তান জন্ম দিয়েছেন বলে এল পায়াস নামে দৈনিকটি জানায়। এ ছাড়া গত বছরের এপ্রিলে ভারতের হরিয়ানা রাজ্যে দলজিনদার কউর নামে সত্তর বছর বয়সী এক নারী এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় একটি দৈনিকের খবরে বলা হয়, ওই নারী যুক্তরাষ্ট্রে উর্বরতাসংক্রান্ত চিকিৎসা নিয়েছিলেন। এ ছাড়া তিনি ২০১২ সালে একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর