শিরোনাম
শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ব্রেক্সিটের বিরুদ্ধে এবার মাঠে ব্লেয়ার

ব্রেক্সিটের বিরুদ্ধে এবার মাঠে ব্লেয়ার

ইউরোপ থেকে বের হওয়ার (ব্রেক্সিট) সব আয়োজন শেষ করে এনেছে ব্রিটিশ সরকার। কিন্তু এখন এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াবার আহ্বান জানালেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ব্রেক্সিটের বিরুদ্ধে জেগে ওঠতে ব্রিটিশদের প্রতি অনুরোধ করলেন তিনি। তার মতে, ব্রেক্সিটের প্রভাবের বিষয়ে না জেনেই মানুষ এর পক্ষে ভোট দিয়েছেন। এখন সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। বৃহস্পতিবার একক ইউরোপপন্থি গ্রুপ ‘ওপেন ব্রিটেনের’ এক আয়োজনে দেওয়া বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এখন যে কোনো মূল্যে ইউরোপ  থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা ব্রিটেনের জন্য ইতিবাচক নয়। এর ফলে ব্রিটেন ক্ষতিগ্রস্ত হবে। আর এটা ঠিকমতো না বুঝেই মানুষ ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন।’ তিনি গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন। কিন্তু দেশের স্বার্থে এ বিষয়ে নতুন করে ভাবার রয়েছে বলে তার মত। এমনকি নতুন করে গণভোটও আয়োজন করা যেতে পারে। তবে ব্লেয়ারের এমন অবস্থানের তীব্র সমালোচনা করেন দেশটির সাবেক মন্ত্রী ও বিরোধীদলীয় নেতা জর্জ ইয়ান ডানকান স্মিথ। তার মতে, এ পর্যায়ে এসে ব্লেয়ারের এমন মন্তব্য ‘আক্রমণাত্মক ও অগণতান্ত্রিক’।  বিবিসি।

সর্বশেষ খবর