সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ক্যালিফোর্নিয়ার স্বাধীনতা দাবি আন্দোলনে রূপ নিচ্ছে

ক্যালিফোর্নিয়ার স্বাধীনতা দাবি আন্দোলনে রূপ নিচ্ছে

বহুদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে পৃথক হয়ে স্বাধীনতা চায় দেশটির অন্যতম বৃহৎ রাজ্য ক্যালিফোর্নিয়া। এই রাজ্যের জনগণের দাবি, ক্যালিফোর্নিয়া কোনো অঙ্গরাজ্য নয়, এটি একটি স্বতন্ত্র জাতি। তাই তারা পুরো স্বাধীনতা চায়। আর ক্যালিফোর্নিয়াবাসীর এই দাবি ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর আরও জোরালো হয়ে ওঠেছে। তার ক্ষমতা গ্রহণের পরও থেমে নেই স্বাধিকারের পক্ষে সরব হয়ে ওঠছেন লোকজন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স’ নামের এক গ্রুপের নেতৃত্বে সেখানে স্বাধীন ক্যালিফোর্নিয়ার যে দাবি উঠেছিল, তা ক্রমেই দানা বেধে আন্দোলনে রূপ নিচ্ছে। মেক্সিকো সীমান্তবর্তী এ রাজ্যের স্বাধীনতার পক্ষে ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স’ নামের গ্রুপ বহুদিন থেকে এ সংক্রান্ত প্রচারণাও চালিয়ে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫৫ ইলেক্টোরাল কলেজ বিশিষ্ট এ অঙ্গরাজ্যে ট্রাম্প হিলারির কাছে পরাজিত হন। ফল প্রকাশের পর ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি আরও জোরালো হয়। ওয়াশিংটন পোস্ট খবর দিচ্ছে, এর পর থেকে তারা নানান ধরনের বৈঠক,  আলোচনা ও কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন ক্যালিফোর্নিয়ার আন্দোলনকে জোরদার করে তুলছেন। এরই মধ্যে এ গোষ্ঠীটির পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর সংগ্রহের কাজ চলছে। আবেদনটি আলোচনায় নিতে হলে ৫ লাখ ৮৫ হাজার ৪০৭ জন  ভোটারের স্বাক্ষর লাগবে। আবেদনটির লক্ষ্য হচ্ছে, ক্যালিফোর্নিয়াকে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন করে একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার পক্ষে গোষ্ঠীটির পক্ষ থেকে পুরো অঙ্গরাজ্যে প্রচারণা চালানো হচ্ছে। তারা প্রতিবাদ ও সভা আয়োজন করছেন। গোষ্ঠীটির নেতা জানিয়েছেন, তারা এ পর্যন্ত ৫৩টি শাখা খুলেছেন। এসব শাখা নতুন স্বেচ্ছাসেবী সংগ্রহ ও আন্দোলনের কৌশল প্রণয়নের কাজ করছে। ওয়াশিংটন পোস্ট।

সর্বশেষ খবর