Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০৫
বায়ুদূষণ
ভারতে মিনিটে দুজনের মৃত্যু
ভারতে মিনিটে দুজনের মৃত্যু

বিষাক্ত হয়ে উঠছে ভারতের বড় বড় শহরগুলোর বাতাস। দিল্লি, মুম্বাইয়ের নাম উঠেছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়।

এ দূষণ নেতিবাচক প্রভাব ফেলছে শহরবাসীর জীবনযাত্রায়। এমনকি মিনিটে দুজনের মৃত্যু ঘটছে। সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানচেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, ভারতের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছে। এসব শহরে প্রতি মিনিটে দুজন মানুষ মারা যান বায়ুদূষণের প্রভাবে। বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন পারস্পরিক সম্পর্কযুক্ত। এ দুটি সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গবেষণায় দিল্লি ও পাটনার নাম বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় উঠে এসেছে। টাইমস অব ইন্ডিয়া।

up-arrow