সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আফগানিস্তানের সঙ্গে আরও সীমান্ত ক্রসিং বন্ধ করল পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে নিজেদের দ্বিতীয় বৃহত্তম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এ সীমান্তটি বেলুচিস্তান প্রদেশের চমন শহরের কাছে অবস্থিত। পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক মাজারে ভয়াবহ বোমা হামলার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে। পাকিস্তান ওই হামলার জন্য ‘আফগানিস্তান থেকে আসা জঙ্গিদের’ দায়ী করছে। এক পাকিস্তানি সেনা কর্মকর্তা শনিবার জানিয়েছেন, বেলুচিস্তানের চমন শহরের কাছে সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের যে দুটি সীমান্ত ক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে এ সীমান্তটি ব্যবহার করে।  ইন্ডিয়ান এক্সপ্রেস।

সর্বশেষ খবর