সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ওয়াশিংটন ‘চরম ভুল’ করেছে : জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, লিবিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে একজন সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর নিয়োগে ভেটো ওয়াশিংটন ‘মারাত্মক ভুল’ করেছে। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির এ বিষয়টি অনুধাবন করা জরুরি যে, জাতিসংঘে যারা কাজ করে তারা তাদের ব্যক্তিগত যোগ্যতায় এ সেবা করার সুযোগ পায়। তারা  কোনো দেশ বা সরকারের প্রতিনিধিত্ব করে না। জাতিসংঘ মহাসচিব গুতেরেস গত সপ্তাহে সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদকে লিবিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু মার্কিন সরকার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ওই নিয়োগ আটকে দেয়। অনলাইন।

সর্বশেষ খবর