মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কী থাকছে ট্রাম্পের নতুন মুসলিম নিষেধাজ্ঞায়?

আদালত নিষেধাজ্ঞা দিলেও তাতে দমছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আটঘাট বেঁধে ওই সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধের সব আয়োজন শেষ করে এনেছেন। যদিও কিছু গণমাধ্যম জানিয়েছে ট্রাম্প যে নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন তাতে আগের সাতটি দেশের পাশাপাশি আরও কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তবে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফরচুন বলছে, ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায়ও ঘুরেফিরে আগের সাতটি দেশই থাকছে। ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় থাকা নতুন নির্বাহী আদেশের খসড়ার ভিত্তিতে এ তথ্য জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরেই ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, সুদান ও লিবিয়া, এই সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশ দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশটির ফেডারেল আদালত সেই নিষেধাজ্ঞা বাতিল করে রায় দেয়। আদালতের আদেশে নিষেধাজ্ঞাটি স্থগিত হয়ে যাওয়ার পর তা পুনর্বহালে নতুন নির্বাহী আদেশ জারির ঘোষণা দেন ট্রাম্প। এরপর বিশেষজ্ঞরা আভাস দেন, নতুন আদেশের এমন কিছু থাকার সুযোগ রয়েছে যার মধ্য দিয়ে আদালতের জটিলতা মোকাবিলা করা সম্ভব হবে। নতুন আদেশে  দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলিমপ্রধান দেশের পাশাপাশি অমুসলিম দেশকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। তাছাড়া, যুক্তরাষ্ট্রের নাগরিক নন কিন্তু বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এমন অভিবাসীদের নিষ্কৃতি  দেওয়া হতে পারে বলেও ধারণা করা হয়। ফরচুনের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ট্রাম্পের নতুন আদেশের খসড়াও তৈরি হয়েছে।

সর্বশেষ খবর