শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
পুর নির্বাচন

মহারাষ্ট্রে বিজেপির নিরঙ্কুশ জয়

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ১০টি পুর নির্বাচনের (পৌরসভা) আটটিতে জয়ী হয়েছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হলেও বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হয়। ১০টি পৌরসভার মধ্যে পুনে, উল্লাসনগর, পিম্পরি-ছিঁচওয়াড়, নাগপুর, নাসিক, শোলাপুর, অকোলা ও অমরাবতী পৌরসভায় বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। তবে বৃহত্তর মুম্বাই পৌর করপোরেশন নির্বাচনে এগিয়ে শিবসেনা। নোট বাতিল ইস্যুকে কেন্দ্র করে ভারতজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও নির্বাচনে ভালো করল বিজেপি। এদিকে, মুম্বাই পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ক্ষমতাসীন শিবসেনার কাছাকাছি আসন পেয়েছে বিজেপি। ২২৭ আসনের এ পৌরসভায় মেয়র হতে ১১৪ আসন প্রয়োজন। তবে শিবসেনা ৮৪টি, বিজেপি ৮২, কংগ্রেস ৩১টি আসন পেয়েছে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জানান, তার দলই মুম্বাই পৌরসভায় ক্ষমতায় বসবে।  এদিকে, মুম্বাই পৌরসভায় জয় না পেলেও ১০টির মধ্যে আটটি পৌরসভার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। তার মতে, নির্বাচনের এ ফলের মাধ্যমে সমালোচকদের দাঁতভাঙা জবাব দেওয়া হয়েছে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর