সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিষ প্রয়োগের ২০ মিনিটেই মৃত্যু হয় নামের

বিষ প্রয়োগের ২০ মিনিটেই মৃত্যু হয় নামের

অতিবিষাক্ত ‘ভিএস নার্ভ এজেন্ট’ প্রয়োগের সম্ভবত ২০ মিনিটের মধ্যেই কিম জং নামের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়াম সাথাসিভাম গতকাল একথা জানিয়েছেন। নামের ময়নাতদন্তের বরাত দিয়ে একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী ড. সাথাসিভাম বলেন, লাশের ময়নাতদন্ত অনুযায়ী ভিএক্স নার্ভ এজেন্টের বিষক্রিয়ার সঙ্গে নামের মৃত্যুর সামঞ্জস্য রয়েছে। বিষাক্ত এই উপাদানটি নিয়ে দ্রুতগতিতে কাছাকাছি গিয়ে নামের মুখমণ্ডলে মেখে দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই তার রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগের মুহূর্তগুলো নামের জন্য খুবই বেদনাদায়ক হয়ে থাকতে পারে বলেও তিনি যোগ করেন। অবশ্য গত শুক্রবারই মালয়েশীয় পুলিশ নিশ্চিত করেছে, বিষাক্ত এই উপাদানটি প্রয়োগ করেই নামকে খুন করা হয়েছে। এমনকি কিম নামের শরীরে বিষপ্রয়োগের সময় বিষপ্রয়োগকারী এক নারীও এতে আক্রান্ত হয়েছেন বলে দেশটির পুলিশ প্রধান জানিয়েছেন। কিম নাম ছিলেন উত্তর কোরীয় নেতা কিম উনের সত্ভাই। গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের একটি বিমানবন্দরে বিষপ্রয়োগের শিকার হন নাম। সিএনএন

সর্বশেষ খবর