সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ডেমোক্রেট দলের প্রধান হলেন টম পেরেজ

ডেমোক্রেট দলের প্রধান হলেন টম পেরেজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের শ্রমমন্ত্রী টম পেরেজকে দলীয় প্রধান হিসেবে বেছে নিয়েছেন ডেমোক্রেটরা। দলকে আবার চাঙ্গা করার পাশাপাশি ট্রাম্পকে সামনে থেকে মোকাবিলার দায়িত্বটাও তাই তার কাঁধেই উঠল। স্থানীয় সময় শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা নগরে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একজন লাতিনো ডেমোক্রেটিক পার্টির প্রধান নির্বাচিত হলেন। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর বিপর্যস্ত ডেমোক্রেটিক পার্টি পুনর্গঠনের দায়িত্ব এখন  পেরেজের ওপর। প্রথম মুসলিম কংগ্রেসম্যান কিথ এলিসনের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতার পর দ্বিতীয় পর্বের  ভোটে দলের চেয়ারম্যান নির্বাচিত হন পেরেজ। বিবিসি।

সর্বশেষ খবর