শিরোনাম
সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইরাকের বৃহত্তম গণকবর ‘খাসফা সিঙ্কহোল’

আইএসের নিয়ন্ত্রণাধীন ইরাকের মসুল শহর মুক্ত করার লক্ষ্যে সেখানে ইরাকি যৌথ বাহিনী সম্প্রতি বড়সড় অভিযান শুরু করেছে। এতে সেখানে প্রায় ৪ হাজার আইএসের মৃত্যু হয়েছে। এদের মরদেহ মসুলের অদূরে অবস্থিত খাসফা সিঙ্কহোলে (গর্ত) দাফন করা হয়েছে। এর মধ্য দিয়ে খাসফা দেশটির বৃহত্তম গণকবরে পরিণত হয়েছে বলে  ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়। খাসফা সিঙ্কহোল মসুল শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। খবরে বলা হয়, ২০১৪ সালে মসুল দখলে নেওয়ার পর আইএস জিহাদিরা কয়েক হাজার ইরাকি সেনা সদস্যকে হত্যা করে। পরে সেনাদের মরদেহ ওই গর্তে ফেলে দেয়। বেশিরভাগ সেনাসদস্যকে গুলি করে হত্যা করে গর্তটিতে নিক্ষিপ্ত করা হয় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানানো হয়। এর আগে দেশটিতে দুটি গণকবরের সন্ধান মিলেছে।

সর্বশেষ খবর