সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে যেতে পারে আমেরিকা

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকাকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে প্রত্যাহার করে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করে, এ পরিষদ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতপূর্ণ। মার্কিন গণমাধ্যম ‘পলিটিকো’ এ খবর দিয়েছে।

পত্রিকাটি বলেছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন  প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী টিলারসন জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। সারা বিশ্বে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য এ পরিষদ কাজ করে যার সদস্য সংখ্যা ৪৭টি দেশ।

সর্বশেষ খবর