বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

প্রতিরক্ষা বাজেটে ঐতিহাসিক বৃদ্ধির প্রস্তাব ট্রাম্পের

প্রতিরক্ষা বাজেটে ঐতিহাসিক বৃদ্ধির প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সামরিক বাজেটে বড় ধরনের বৃদ্ধির পরিকল্পনা করছেন। আগামী বাজেটে প্রতিরক্ষা ব্যয় ৫৪ বিলিয়ন ডলার বাড়ানোর কথা ভাবছেন তিনি যা পূর্ববর্তী বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। হোয়াইট হাউসে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে সোমবার এক বৈঠকে একথা জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে আরও আধুনিক করতেই এমন পরিকল্পনা বলে দেশটির বিশ্লেষকরা জানিয়েছেন। সামরিক খাতে এই বর্ধিত বাজেটটির মাধ্যমে তিনি পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চান। বৈঠকে ট্রাম্প বলেন, ‘পরবর্তী প্রতিরক্ষা বাজেট হবে জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার বাজেট। এই দুটো বিষয়ের ওপর গুরুত্ব থাকবে। সামরিক বাজেটে ঐতিহাসিক বৃদ্ধি ঘটবে যার মাধ্যমে আমাদের নিঃশেষিত হতে থাকা সামরিক বাহিনীকে পুনর্গঠন করা হবে। অন্যান্য বেশ কিছু খাত থেকে অর্থ ছাঁটাই করে সামরিক খাতে এই অর্থ ব্যয় করা হবে। বাজেট ছাঁটাইয়ের তালিকায় বৈদেশিক সাহায্য এবং পরিবেশ রক্ষাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র যা বছরে প্রায় ৬০ হাজার কোটি ডলার। বিবিসি।

সর্বশেষ খবর