শিরোনাম
বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা নির্যাতনের পক্ষে সাফাই মিয়ানমার সেনাবাহিনীর

রোহিঙ্গা নির্যাতনের পক্ষে সাফাই মিয়ানমার সেনাবাহিনীর

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তা মিথ্যা বলে তার পক্ষে সাফাই গাইলেন দেশটির সেনাবাহিনী। সব অভিযোগ ও সমালোচনাকে থোরাই কেয়ার করে গতকাল সেনাবাহিনীর পক্ষে একটি সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ওই রাখাইন রাজ্যে ওই অভিযান চালানো হয়েছিল। সেখানে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ অব জেনারেল স্টাফ জেনারেল মায়া তুন উ। এই সংবাদ সম্মেলনকে বিরল বলে মন্তব্য করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমেরও সমালোচনা করা হয়। তিনি দাবি করেন, সংবাদ মাধ্যমে অতিরঞ্জিতভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, দেশের স্বার্থে সরকার ও সেনাবাহিনী যখন ভালো কাজ করছিল তখন দায়িত্বহীনভাবে সে সব কাজের সমালোচনা করে সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যম বলছে, সেখানে রোহিঙ্গাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, অথচ এ ধরনের কোনো ঘটনাই সেখানে ঘটেনি। কারণ অভিযোগ ওঠায় সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্ত করা হয়। গ্রামবাসী সেনাতদন্ত দলকে জানিয়েছে গ্রামে এ ধরনের কোনো অপরাধ সংঘটিত হয়নি। রয়টার্স।

সর্বশেষ খবর