বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

‘ফ্রান্সের নির্বাচনী পরিবেশ গৃহযুদ্ধ অবস্থায়’

আগামী ২৩ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন

ফ্রান্সের নির্বাচনী পরিবেশকে গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করলেন নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ফ্রাঁসোয়া ফিলন। তিনি বলেছেন, সন্ত্রাসী ও গণতন্ত্রের শত্রুরা নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত করছে। উল্লেখ্য, ফ্রান্সে আগামী ২৩ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন। তিনি বলেছেন, একটি সুষ্ঠুু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকার ব্যর্থ হয়েছে। উল্টো তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে দেশ গৃহযুদ্ধের কাছাকাছি। নান্তেস শহরে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারিন লে পেন-এর সফরের সময় সেখানে তীব্র বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় সেখানে। এতে কয়েকজন পুলিশ আহত হন। এর পরই ফ্রাঁসোয়া ফিলন ওই মন্তব্য করলেন। প্যারিসে কয়েক সপ্তাহ ধরে অসন্তোষ চলছে। অভিযোগ আছে, একজন কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণ করেছে এক পুলিশ সদস্য। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে সেখানে অসন্তোষ চলছে। ফ্রাঁসোয়া ফিলন বলেছেন, দেশ জরুরি অবস্থার অধীনে আছে। কিন্তু সরকার এসব ঘটতে দিচ্ছে। নির্বাচনের জনমত জরিপে এগিয়ে আছেন কট্টর দক্ষিণপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের নেতা মারিন লে পেন। বিবিসি।

সর্বশেষ খবর