বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

উত্তেজনার মধ্যে দুই দেশের সামরিক মহড়া

উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা জিইয়ে রাখার মধ্যেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে গতকাল। এ মহড়াকে কেন্দ্র করে বিভক্ত  কোরীয় উপদ্বীপে বরাবরই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন শত্রু বাহিনীর বিরুদ্ধে নির্মম হামলার জন্য তার সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। কোরিয়ায় মার্কিন বাহিনীর মুখপাত্র জানান, এবারের যৌথ এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ গত বছরের মতোই। মহড়াটি ‘কি রিজলভ অ্যান্ড ফোয়াল ঈগল’ নামে পরিচিত। ২০১৬ সালের সামরিক মহড়ায় দক্ষিণ  কোরিয়ার তিন লাখ এবং যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ হাজার সেনা অংশ নেয়। এর পাশাপাশি মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনীর জাহাজ ও যুদ্ধবিমান কৌশলগতভাবে অংশ নেয়। ওই মুখপাত্র জানান, ফোয়াল ঈগল মহড়ার জন্য তিন হাজার ৬০০ সেনা মোতায়েন করা হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর