Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ২ মার্চ, ২০১৭ ২৩:৫২

কিম নাম হত্যা

উত্তর কোরীয়দের ভিসামুক্ত সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

উত্তর কোরীয়দের ভিসামুক্ত সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা বাতিল করতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির নেতা কিম জং উনের সত্ভাই কিম জং নাম হত্যার ঘটনায় উভয় দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত নিল দেশটি। আগামী সোমবার থেকে ভিসামুক্ত সুবিধা বাতিল কার্যকর হবে বলে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বারনামা জানিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদির বরাতে বারনামা জানায়, আগামী ৬ মার্চ থেকে জাতীয় নিরাপত্তার কারণে উত্তর কোরীয় নাগরিকদের ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করতে হবে। মালয়েশিয়া হচ্ছে হাতেগোনা সেসব দেশের একটি যেখানে ভিসা ছাড়াই উত্তর কোরীয়রা প্রবেশ করতে পারতো। একইভাবে উত্তর  কোরিয়াতেও মালয়েশিয়রাও ভিসা ছাড়াই প্রবেশ করতে পারত। গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের একটি বিমানবন্দরে খুন হন কিম নাম। তাকে বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগে খুন করা হয়েছে। থাকে। এ ঘটনায় দুজন নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতে থাকার প্রমাণ রয়েছে। এদিকে, কিম নাম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক উত্তর কোরিয়ার নাগরিক রি জং চোল মুক্তি পাচ্ছেন। চোলের বিরুদ্ধে অভিযোগ আনার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বিবিসি।


আপনার মন্তব্য