Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ২ মার্চ, ২০১৭ ২৩:৫৩
পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন
শতাব্দী শেষে শীর্ষে মুসলিমরা
কলকাতা প্রতিনিধি

২০৫০ সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত। পাশাপাশি চলতি শতাব্দী নাগাদ বিশ্বের সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসেবে আবির্ভূত হবে মুসলিমরা।

যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, ২০১০ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা ছিল ১.৬ বিলিয়ন, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৩ শতাংশ। বর্তমানে জনসংখ্যার বিচারে খ্রিস্টানদের ঠিক পরেই দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় হলো ইসলাম। দ্রুত বর্ধনশীল ধর্ম হিসেবে ইসলাম অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে। মুসলিমদের বৃদ্ধির হার যদি এভাবে চলতে থাকে তবে চলতি শতকের শেষে খ্রিস্টান ছাড়িয়ে ইসলামই হবে বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার ধর্ম। বর্তমানে বিশ্বে সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হলো ইন্দোনেশিয়া। কিন্তু পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস হলো ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার (৩০০ মিলিয়নের বেশি) দেশ হবে ভারত।

up-arrow