শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রোগী হয়রানি ঠেকাতে বিল পাস পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলোতে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষসহ বিদেশিদের হয়রানি ঠেকাতে নতুন বিল পাস করেছে রাজ্য সরকার। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল অ্যাস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) বিল ২০১৭’ নামে বিলটি গতকাল উপস্থাপন করেন মন্ত্রী পার্থ চট্টপাধ্যায়। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে বিলের ওপর আলোচনা হয়। শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসায় স্বচ্ছতা নিয়ে আসা, মানুষের স্বার্থেই এই বিল যা আগামী দিনে দেশের মডেল হবে। নতুন এই বিলে চিকিৎসার গাফিলতি হলে তার শাস্তির পাশাপাশি স্বচ্ছতার কথাও বলা হয়েছে। সেইসঙ্গে ১৩ সদস্য বিশিষ্ট একটি রেগুলেটরি কমিশন গঠনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দেওয়ানি আদালতের মতোই এই কমিশনের ক্ষমতা থাকবে, এই কমিশন যে সিদ্ধান্ত নেবে তাকে দেওয়ানি আদালত পর্যন্ত চ্যালেঞ্জ করা যাবে না।

সর্বশেষ খবর