শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হ্যাকিং নিয়ে ঝামেলায় সিআইএ

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএর বিরুদ্ধে আধুনিক প্রযুক্তি পণ্য হ্যাকিং করে গুপ্তচরবৃত্তির তথ্য উইকিলিকসে ফাঁস করার পর সিআইএ বড় ধরণের ঝামেলায় পড়েছে। সংস্থাটির বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা করা হচ্ছে এই বলে যে, যাদের কাজ অন্যদের তথ্য চুরি করা, তারা নিজেরাই নিজেদের তথ্য রক্ষা করতে পারছে না। ওই তথ্য কিভাবে ফাঁস হয়েছে, কিভাবে হাজার হাজার ফাইল উইকিলিকসে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে সিআইএ এবং এফবিআই। যদিও ফাঁস হওয়া তথ্যগুলো সঠিক কিনা, তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কোনো সংস্থাই। তবে সিআইএর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, উইকিলিকস যেসব তথ্য প্রকাশ করেছে, তা সন্ত্রাসীদের হামলা থেকে আমেরিকান জনগণকে রক্ষায় গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতাকে খর্ব করতে পারে। যুক্তরাষ্ট্রে প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা বৃত্তির দায়িত্ব এনএসএ। আর মানুষ গোয়েন্দা গিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে সিআইএ। কিন্তু ফাঁস হওয়া তথ্যে সিআইএ তাদের সেই সীমা ডিঙ্গিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। অ্যাপল বলছে, তারা এর মধ্যেই তাদের পণ্যের দুর্বলতাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে শুরু করেছে। সিআইএর এভাবে আড়িপাতা কতটা উদ্বেগের? এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিকিউরওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ডিন স্মিথ বন, এতে অবাক হওয়ার কিছু নেই যে, গোয়েন্দা সংস্থাগুলো সবরকম উপায়েই সন্দেহভাজন লোকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। তারা যদি এটি না করে, তাহলে তারা ঠিকভাবে কাজ করছে না। বিবিসি

সর্বশেষ খবর