শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইয়েমেনে ক্লাস্টার বোমা ব্যবহার

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলায় এখনো ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে। বিদ্রোহীদের বিরুদ্ধে বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় তারা এ বোমা ব্যবহার করছে। গতকাল এক বিবৃতিতে ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শিয়া হুতি বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের তিনটি আবাসিক এলাকা ও কৃষি জমিতে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন বাহিনী। এসব হামলায় ব্রাজিলের তৈরি ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈরুত আঞ্চলিক দফতরের গবেষণা বিষয়ক পরিচালক লিন মালুফ। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি জোটের ক্লাস্টার বোমার ব্যবহার পুরোপুরি অযৌক্তিক। এর আগে গত দুই বছরও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সৌদি জোটের অভিযানে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছিল। ২০১৫ সালের অক্টোবরে এবং ২০১৬ সালের মে পরিচালিত অভিযানে সৌদি জোটের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠে। মিডল ইস্ট আই।

সর্বশেষ খবর