Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ মার্চ, ২০১৭ ২৩:৪১
উত্তরপ্রদেশেও মোদি ম্যাজিক
উত্তরপ্রদেশেও মোদি ম্যাজিক

ভারতের রাজনীতিতে একটি প্রবাদ খুব পরিচিত— তা হলো উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যটির ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭১টিতেই জয়ী হওয়ার সুবাদে ২০১৪-য় দিল্লিতে সরকার গড়েছিল নরেন্দ্র মোদিরা। কিন্তু উত্তরপ্রদেশে সেই গেরুয়া ঝড় কি এখনো আছে? কংগ্রেস, সপা, বিএসপি বলেছিল, গেরুয়া ঝড় থেমে গেছে। চ্যালেঞ্জ ছুড়ে ময়দানে নেমে মোদি-অমিত শাহরা বলেছিলেন, ঝড় যে থামেনি বিধানসভা নির্বাচনের ফলেই তার প্রমাণ মিলবে। আগামীকাল ভোট গণনা। কিন্তু তার আগেই উত্তরপ্রদেশের ফলাফল নিয়ে হাজির এবিপি নিউজের ভোট-পরবর্তী সমীক্ষা। সেই সমীক্ষা বলছে, সব মিলিয়ে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত উত্তরপ্রদেশে। ১৬৪ থেকে ১৭৬টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে এবার উত্তরপ্রদেশে আত্মপ্রকাশ করতে পারে বিজেপি। সপা-কংগ্রেস জোট ১৬৪টি থেকে ১৭৬টি আসনে জয়ী হতে পারে। ৬০টি থেকে ৭২টি আসনে মায়াবতীর বিএসপির জয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদের ভাগ্যে জুটতে পারে ২টি থেকে ৬টি আসন। আনন্দবাজার

up-arrow