শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানের পার্লামেন্টে হাতাহাতি

পাকিস্তানের পার্লামেন্ট জাতীয় পরিষদে গতকাল হাতাহাতি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পিএমএল-এন এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরোধীদল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ পিটিআই’র এমপিদের মধ্যে এ ঘটনা ঘটে। পাকিস্তান সুপার লিগের সদ্য সমাপ্ত দ্বিতীয় আসরের ফাইনালে কয়েকজন বিদেশি খেলোয়াড় অংশ নিয়েছিলেন। টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের বিরুদ্ধে সম্প্রতি মন্তব্য করেছেন ইমরান খান। এরই প্রতিক্রিয়ায় গতকাল পার্লামেন্টের অধিবেশন চলাকালে ইমরানকে ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেন পিএমএল-এনের নেতা মিয়া জাভেদ লতিফ। একই ইস্যুতে পার্লামেন্টের অধিবেশন চলাকালীন উভয়দলীয় সংসদ সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পার্লামেন্টের ভিতরে হাতাহাতি থেকে নিবৃত থাকলেও অধিবেশন শেষে বেরিয়ে যাওয়ার সময় পিটিআই নেতা সাইদ ও লতিফের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির এ ঘটনা ঘটে। পরে ধস্তাধস্তির বিষয়ে এক সংবাদ সম্মেলনে পিএমএল-এন দলের নেতা তালাল চৌধুরী বলেন, ‘পিটিআই সঠিকভাবে তাদের রাজনীতি পরিচালনা করছে না। দলীয় সংসদ সদস্যদের তিনি সংকীর্ণমনা ও দলটির নেতা ইমরানের মতো ‘হতাশ’ বলেও মন্তব্য করেন। আর পিটিআই নেতা সাইদ বিষয়টির প্রতি জাতীয় পরিষদের স্পিকারের মনোযোগ আকর্ষণ করেছেন। এদিকে,  দেশটির ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে হাতাহাতির ঘটনা এবারই প্রথম নয়। গত জানুয়ারিতে পার্লামেন্টের ভিতরেই এ ধরনের একটি ঘটনা ঘটে। বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে একটি বিশেষ মোশন আনার জন্য স্পিকারকে অনুরোধ জানিয়েছিলেন। এরই জেরে তখন এ ঘটনা ঘটেছিল। ডন অনলাইন

সর্বশেষ খবর