শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আইএসবিরোধী লড়াইয়ে এবার কুয়েতে মার্কিন সেনা

জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র কুয়েতে এক হাজার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এসব সেনা রিজার্ভ ফোর্স হিসেবে সিরিয়া ও ইরাকে আইএসের সঙ্গে লড়াইয়ে লিপ্ত মার্কিন সেনাদের সহায়তা করবে। মার্কিন সশস্ত্র বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। রিজার্ভ সেনা মোতায়েনের ফলে যুদ্ধক্ষেত্রে কমান্ডাররা দ্রুত সিদ্ধান্ত কার্যকরের সুযোগগুলো কাজে লাগাতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। কুয়েত থেকে ওই সেনাদের প্রয়োজন অনুযায়ী সিরিয়া ও ইরাকে পাঠানো হবে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস সেনা পাঠানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রয়টার্স

সর্বশেষ খবর