শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শান্তিরক্ষীদের হাতে যৌন নিপীড়ন ঠেকাতে নতুন কৌশল

শান্তিরক্ষী হিসেবে নিযুক্ত সেনাদের যৌন নিপীড়নের লাগাম টেনে ধরতে নতুন কৌশল গ্রহণ করেছে জাতিসংঘ। এ কৌশলের মধ্যে শান্তিরক্ষীদের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের অধিকার এবং মর্যাদা রক্ষার পাশাপাশি অভিযুক্ত সেনাদের দায়মুক্তি সুবিধা বাতিল করা হয়েছে। এছাড়া যেসব শান্তিরক্ষীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত চলবে, তাদের বেতন আটকে দিয়ে তা নিপীড়িতদের জন্য গঠিত ট্রাস্ট ফান্ডে পাঠানো হবে। জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ক্রমাগত বাড়ছে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে জানান, গত বছর শান্তিরক্ষীদের বিরুদ্ধে মোট ১৪৫টি যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।  আল জাজিরা

সর্বশেষ খবর