শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গুয়াতেমালায় আশ্রয়কেন্দ্রে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

গুয়াতেমালায় নির্যাতিত শিশু ও কিশোরীদের একটি আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই মেয়ে শিশু। আরও ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে দগ্ধ বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সান হোসে পিনুলা এলাকায় ভিরহেন দ্য আসুনসিয়ন নামের আশ্রয়কেন্দ্রে বুধবার ভোররাতে আগুন লাগে। প্রাথমিকভাবে ২১ জন নিহত এবং ৪০ জন আহত হওয়ার কথা বলা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে আরও ৮ জনের মৃত্যুর খবর জানান চিকিৎসকরা। পুলিশ জানায়, জনাকীর্ণ ওই আশ্রয় কেন্দ্রটির কিছু বাসিন্দা রাতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কয়েকটি তোশকে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। রয়টার্স

সর্বশেষ খবর