Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ মার্চ, ২০১৭ ২৩:৩৩
অন্য খবর
প্রতিবন্ধীদের গণবিয়ের রেকর্ড

বিশ্বের বিভিন্ন স্থানে আমরা গণবিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা শুনে থাকি। তবে ভারতের মধ্যপ্রদেশে এবার ব্যতিক্রমী এক গণবিবাহ অনুষ্ঠিত হয়।  রাজ্যের উজ্জয়িনী শহরে আয়োজিত এ গণবিবাহে ১০৪ প্রতিবন্ধী যুগল অংশ নেয়। এর মধ্যে রয়েছে ৭৭ হিন্দু, ২৬ মুসলিম এবং এক শিখ দম্পতি। এ ধরনের বিয়ের ঘটনা বিশ্বে এটাই প্রথম। গত বুধবার এ বিয়ে  হয়। এতে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী থবরচাঁদ গেহলট। বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় গণবিবাহের আয়োজন করেছিল স্থানীয় প্রশাসন। প্রতিবন্ধীদের এ গণবিবাহ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। রাজ্যের গণসংযোগ বিভাগের একজন কর্মকর্তা একথা জানান। এছাড়া এ বিয়ে উপলক্ষে জনগণের সহযোগিতায় একটি গিফট প্যাকও তৈরি করা হয়েছিল। সবচেয়ে বড় গিফট প্যাক হিসেবে এটিও গিনেস রেকর্ডসে স্থান করে নিয়েছে।  ইন্ডিয়া টাইমস

up-arrow