সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার প্রক্রিয়া কাল থেকেই

অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার প্রক্রিয়া কাল থেকেই

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বিষয়ক লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ আগামীকাল থেকেই সক্রিয় করার সব আয়োজন শেষ করে এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তার এ প্রক্রিয়াকে সমর্থন দেওয়ারও ইঙ্গিত দিয়েছে বিরোধী দল লেবার পার্টি। এর আগে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বিষয়ক বিল তৈরি করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ইইউ নোটিফিকেশন অব উইথড্রয়াল বিল’। লেবার দলের সিনিয়র এক সূত্র বলেছেন, এ বিষটি আজ মধ্যরাত নাগাদ পার্লামেন্টের উচ্চ কক্ষ অনুমোদন দিতে পারে। এর ফলে আনুষ্ঠানিকভাবে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার জন্য প্রধানমন্ত্রী তেরেসা মের পথ পরিষ্কার হয়ে যাবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ও স্কাই নিউজ। এতে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া সংক্রান্ত ওই বিলটি নিয়ে পার্লামেন্ট সদস্যরা আজ বিতর্ক করবেন। সম্প্রতি হাউস অব লর্ডস এতে যে দুটি সংশোধনী যুক্ত করেছে তা গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

সর্বশেষ খবর