সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

বোমা হামলায় নিহত ৭৪

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরাকি শিয়া পুণ্যার্থীদের লক্ষ্য করে দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। একে কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছে। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল একথা জানিয়েছে। শনিবারের এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জামাল একে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন। শিয়া তীর্থযাত্রী দলই হামলার লক্ষ্য ছিল বলে জানায় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দামেস্কের ওল্ড সিটিতে প্রবেশের সাতটি দ্বারের একটির কাছে দাঁড়ানো বাসে এ হামলা চালানো হয়।

সিরিয়ায় মার্কিন হামলা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছেন, দেশটিতে মার্কিন বাহিনী তার অনুমতি ছাড়াই অনুপ্রবেশ করেছে এবং হামলা চালিয়েছে। তিনি এক সাক্ষাৎকারে আমেরিকার উদ্দেশে ঠাট্টা করে বলেন, সিরিয়াতে ট্রাম্প প্রশাসনের আইএসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া কোনো সফলতারই ইঙ্গিত দিচ্ছে না। 

চীনা মিডিয়া আউটলেট ফিনিক্স টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আসাদ এসব কথা বলেন। যা শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাতে প্রচারিত হয়। এ সময় আসাদ বলেন, ‘সিরিয়াতে আমার অনুমতি ছাড়া কোনো বিদেশি সেনার প্রবেশের অর্থই হচ্ছে এখানে এসে তারা সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা।  সিএনএন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর