মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইউরোপ অচল করে দেওয়ার আয়োজন করেছে রাশিয়া

রাশিয়ার নৌবাহিনী বৃদ্ধিতে ঝুঁকিতে পড়েছে পশ্চিমা দেশগুলো। রুশ রণতরী এবং ডুবোজাহাজ সাগরপথে হামলা চালিয়ে ইউরোপকে অচল করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ব্রিটেনের রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এতে আরও বলা হয়, ক্রেমলিন ব্যাপকভাবে তার নৌবাহিনীর বৃদ্ধি ঘটিয়ে চলেছে। তাই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন চলতি বছরের শেষের দিকে রাশিয়া সফরে যাবেন বলে ঘোষণা করার পর এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইউরোপ অচল করার জন্য নতুন ডুবোজাহাজ এবং রণতরী পাঠাতে পারে রাশিয়া। সাগর তলের ক্যাবলের মাধ্যমে আমেরিকা এবং ইউরোপ বাণিজ্যিক ও সামরিক তথ্য আদান-প্রদান করে। গুরুত্বপূর্ণ এ ক্যাবল কেটে দিতে পারে রাশিয়া। কিংবা উপকূলীয় যোগাযোগ টার্মিনালেও হামলা করতে পারে। এতে বিশ্বের তথ্য প্রবাহ হুমকিতে পড়বে। এএফপি।

সর্বশেষ খবর